বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

২৮ অগাস্ট থেকে দু’মাস বন্ধ থাকবে খিদিরপুর ডক

News Sundarban.com :
আগস্ট ২৫, ২০১৮
news-image

লক গেট সংস্কার। আর সেজন্যই আগামী ২৮ অগাস্ট থেকে দু’মাস বন্ধ থাকবে খিদিরপুর ডক। আর তাতেই মাথায় হাত ব্যবসায়ীদের। খিদিরপুর ডকে লক গেট সংস্কারের জেরে দু’মাস বন্ধ থাকবে জাহাজের মালখালাস। বিকল্প ব্যবস্থা করা হলেও, পুজোর আগে চাল, ডাল, জামাকাপড়ের মতো কিছু জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা থাকছেই।
জাহাজের মাধ্যমেই কলকাতায় এসে পৌঁছয় চাল, ডাল, জামাকাপড় বা বৈদ্যুতিন জিনিসপত্র। পুজোর আগে সেসব এবার নামানো হবে কোথায় ? বন্দর কর্তৃপক্ষের অবশ্য দাবি, পাশেই নেতাজি সুভাষ ডকে খালাস করা হবে পণ্যবাহী জাহাজ। বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার বলেন, ‘‘ ট্রেডের লোকজনকে জানিয়েছি, যাতে ক্ষতি না হয়, সেই চেষ্টা করব, নেতাজি সুভাষ ডক কাজে লাগানো হবে ৷ ’’

খিদিরপুরে রয়েছে ১৮ বার্থ ও ৩ ড্রাই ডক। নেতাজি সুভাষ ডকে মাত্র ৩টি বার্থ। পরিকাঠামো কম থাকায় যাত্রী ও পণ্য দু’ধরনের পরিবহণেই অসুবিধা হবে। ডকের বাইরে জাহাজগুলি বেশিক্ষণ আটকে থাকবে। ফলে, খরচ যে বাড়বে সেই আশঙ্কাই করা হচ্ছে। নেতাজি সুভাষ ডক থেকে পণ্য অন্যত্র নিয়ে যেতেও কিছুটা সমস্যা হবে বলে মনে করা হচ্ছে। সবমিলিয়ে, পুজোর মুখে বিপাকে ব্যবসায়ীরা।