এবার ভাগ্য প্রসন্ন হল পার্শ্বশিক্ষকদের

পুজোর আগেই সুখবর রাজ্য সরকার কর্মীদের! এবার ভাগ্য প্রসন্ন হল পার্শ্বশিক্ষকদের ও। পার্শ্বশিক্ষকদের মতো বেতন বাড়তে চলছে উচ্চমাধ্যমিকের ৮৫৮ জন চুক্তিভিত্তিক শিক্ষকদের। সূত্রের খবর শিক্ষামন্ত্রী বেতনবৃদ্ধির ফাইলটি সদ্য ছেড়েছেন শিক্ষাদপ্তর থেকে।
এদিকে, বিকাশ ভবন সূত্রে খবর, ৪০ শতাংশ বেতন বৃদ্ধি হচ্ছে। বর্তমানে চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন ৮,৯৩০ টাকা। তা ৪০ শতাংশ বেড়ে হবে ১২,৫০০ টাকার মতো। সেই সাথে ওই শিক্ষকদের ইপিএফ-এর আওতায় আনা হচ্ছে। তবে, পার্শ্বশিক্ষকদের মতো তিন বছর অন্তর পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি চুক্তিভিত্তিক শিক্ষকদের ক্ষেত্রে বন্ধ করা হয়নি।