বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

অটোর দাপট ছাঁটতে নয়া পদক্ষেপ নিল প্রশাসন

News Sundarban.com :
আগস্ট ২৪, ২০১৮
news-image

অটোর দাদাগিরি রুখতে নয়া পদক্ষেপ নিল প্রশাসন। যাত্রীদের যাতে অটোর উপর নির্ভরতা কমাতে উল্টোডাঙায় অফিস-টাইমে পাঁচ মিনিট অন্তর এবং বাকি সময়ে ১০ মিনিট অন্তর বাস চালাবে সরকার। প্রশাসনের কর্তারা মনে করছেন, যাত্রীচাপ কমলে স্বাভাবিকভাবেই কমবে অটোর জুলুমবাজি।দফতর সূত্রে খবর, যাত্রীরা যাতে কোনওভাবে সমস্যায় না পড়েন, এই নয়া পরিষেবার কথা সমস্ত গুরুত্বপূর্ণ স্টপে লেখা থাকবে। কোন বাস কোন রুটে যাবে, কটা পর্যন্ত পাওয়া যাবে, তাও উল্লেখিত থাকবে।
উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, সাঁপুরজি, ইকোস্পেসের মতো রুটগুলিতে এই পরিষেবা দেওয়া হবে। অফিসটাইমে পাঁচ মিনিট অন্তর। বেলা বাড়তেই তা একটু কমবে। চলবে ১০ মিনিট অন্তর। আর দুপুরে ১৫ মিনিট। পরিবহণ দফতরের কর্তারা জানান, উল্টোডাঙা থেকে ভোর ছ’টায় প্রথম বাস সল্টলেক যাবে। পরিষেবা চলবে সন্ধে সাত’টা পর্যন্ত। সেক্টর ফাইভ থেকে প্রথম বাস উল্টোডাঙার দিকে আসবে সকাল সাত’টায়। এই পরিষেবা থাকবে রাত ন’টা পর্যন্ত। দিনের শেষ এসি বাস সেক্টর ফাইভ থেকে আসবে সন্ধে সাড়ে সাত’টা নাগাদ।