বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জাকার্তায় এদিন ইতিহাস গড়লেন আকাশদীপরা

News Sundarban.com :
আগস্ট ২২, ২০১৮
news-image

দুরন্ত গতিতে ভারতীয় হকি দল ।৮৬ বছর আগের রেকর্ড ভাঙল। ১৯৩২ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২৪-১ গোলে হারিয়েছিল ধ্যানচাঁদের ভারত। এতদিন এটাই ছিল পুরুষদের হকিতে সর্বাধিক ব্যবধানে জয়। এশিয়ান গেমসে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৭-০ গোলে হারায় ভারত। হ্যাটট্রিক করলেন আকাশদীপ সিং, ললিত উপাধ্যায়, রুপিন্দর সিং এবং হরমনপ্রীত সিং।এছাড়া জোড়া গোল করলেন মনপ্রীত সিং এবং এসভি সিং ৷ বাকী গোলগুলি করেন বিবেক প্রসাদ, অমিত রোহিদাস, দিলপ্রীত সিং, সুরেন্দর কুমার, সিমরনজিত সিং, চিঙ্গলেনসানা সিং এবং বরুণ কুমার ৷
জাকার্তায় এদিন ইতিহাস গড়লেন আকাশদীপরা । হংকং-কে হারালেন ২৬-০ গোলে।ইন্দোনেশিয়ার বিরুদ্ধে আগের ম্যাচেও ১৭-০ গোলে ম্যাচ জিতেছিল ভারত ৷ এদিন হং কং-এর বিরুদ্ধে আরও বড় ব্যবধান জয় পেলেন রুপিন্দররা ৷ ইন্দোনেশিয়ার বিরুদ্ধে আগের ম্যাচে জয় ছিল এশিয়াডে এখনও পর্যন্ত ভারতের সর্বাধিক ব্যবধানে জয় ৷ এদিন সেই রেকর্ডকেও টপকে গেলেন রুপিন্দররা ৷