মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিপর্যস্ত কেরলকে সাহায্যের হাত বাড়িয়ে দিলো মমতা

News Sundarban.com :
আগস্ট ১৯, ২০১৮
news-image

বন্যায় বিপর্যস্ত কেরল। বৃষ্টিতে কেরলের ১২টি জেলাতেই জারি রেড অ্যালার্ট ৷ মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ এখনও অবধি ৩৫৭ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ ৩০০ জনেরও বেশি মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে ৷ কেরলের পাশে দাঁড়াল বাংলা , ১০ কোটি টাকা সাহায্যের ঘোষণা করলেন মমতা। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য ৷ এই বিষয়ে একটি ট্যুইটও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, ‘কেরলের মানুষ খুবই বিপদে রয়েছে ৷ এই অবস্থায় সবরকম সাহায্য করতে আমরা প্রস্তুত ৷ বিপর্যয় মোকাবিলা করতে সবরকমের সাহায্য করতেই প্রস্তুত রয়েছি আমরা ৷ কেরলে আমার ভাই বোনেরা দ্রুত এই সমস্যার মোকাবিলা করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক ৷ আমরা ওদের পাশে রয়েছি ৷’