শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভোটে নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা দিল হাইকোর্ট

News Sundarban.com :
আগস্ট ১৭, ২০১৮
news-image

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভোটে নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা দিল হাইকোর্ট। কাউন্সিলের বিরুদ্ধে ভোটে কারচুপির যে অভিযোগ উঠেছে তা নিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আট মামলাকারীকেও জবাবি হলফনামাও দিতে বলা হয়েছে।বর্তমানে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রাশ প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের হাতে। আদালতের নির্দেশে কিছুটা চাপে তারা। কাউন্সিলের বিরুদ্ধে একরাশ অভিযোগ। তার উপর ভোটে আদালতের নিষেধাজ্ঞা। সবমিলিয়ে কঠিন পরীক্ষার মুখে প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন।

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে মোট পদ ১৬ ৷ ওই পদে বিভিন্ন সংগঠন থেকে মনোনয়ন জমা পড়েছে ৩০-এর বেশি ৷ প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন,ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, সার্ভিস ডক্টরস ফোরাম-সহ একাধিক সংগঠন থেকে মনোনয়ন জমা পড়েছে ৷ ভোট দেবেন রাজ্যের প্রায় ৫০ হাজার চিকিৎসক ৷ ২০ অগাস্ট পর্যন্ত চলত ভোটগ্রহণ ৷ ২৭ অগাস্টের মধ্যে ভোটগণনার কথা ছিল ৷ কিন্তু, চিকিৎসকদের পাঠানো পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা হয়। ভোটপ্রক্রিয়ায় স্থগিতাদেশের দাবি তোলেন আট মামলাকারী। বৃহস্পতিবার, তা মেনে হাইকোর্ট। নভেম্বর পর্যন্ত ভোটপ্রক্রিয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ ৪ সপ্তাহের মধ্যে রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে আদালত ৷ একইসঙ্গে মামলাকারীদেরও জবাবি হলফনামা জমা দিতে বলা হয়েছে ৷