সুন্দরবনের জঙ্গল থেকে বয়স্ক বাঘিনীকে খাঁচা পেতে ধরল বন দফতর

বেশ কিছুদিন ধরেই সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বসিরহাট রেঞ্জের ঝিলা জঙ্গলের আশেপাশে এলাকায় একটি পূর্ণ বয়স্ক বাঘিনীকে ঘোরাফেরা করতে দেখছিলেন বন কর্মীরা। প্রাথমিক ভাবে সেটিকে দেখে মনে হয়েছিল অসুস্থ রয়েছে বাঘিনী। সেই কারণেই জঙ্গলে শিকার ধরতে না পারায় অসুবিধায় পড়ছিল বাঘিনীটি।আর সেই কারণেই জঙ্গলের বাইরে বেরিয়ে জঙ্গল সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিল এবং চেষ্টা করছিল জঙ্গল থেকে বেরিয়ে আসারও। সোমবার দুপুরে বন দফতর বসিরহাট রেঞ্জের ঝিলা জঙ্গলে একটি খাঁচা পাতে ঐ বাঘিনীটিকে ধরার জন্য। খাঁচায় একটি ছাগল কে টোপ হিসেবে দেওয়া হয়। সোমবার সন্ধ্যাবেলাতেই ঐ বাঘিনীটি ধরা দেয় খাঁচায়। মঙ্গলবার সকালে ঝিলার জঙ্গল থেকে বাঘিনীটিকে নিয়ে সুন্দরবনের ঝড়খালী ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসেন বনকর্মীরা। এখানে রেখেই ঐ বাঘিনীটির চিকিৎসা করা হবে বলে বন দফতরের তরফ থেকে জানানো হয়েছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প সুত্রে খবর, বাঘিনীটির বয়স প্রায় বারো বছর। তার চোখে বয়স জনিত কারণে ছানি পড়ায় শিকার ধরতে অসুবিধায় পড়ছিল সে। সেই কারণেই গত কয়েকদিন ধরে জঙ্গলের বাইরে ঘোরাফেরা করছিল। বাঘিনীটি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসতে পারে ভেবেই বন দফতর খাঁচা পেতে সেটিকে ধরে ফেলে।