শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের উত্তপ্ত উপত্যকা

News Sundarban.com :
আগস্ট ১২, ২০১৮
news-image

ফের গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা ৷ জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ে একজন জম্মু-কাশ্মীর পুলিশ অফিসার এবং দু’জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে বাটামোলাতে ৷ জম্মু কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ(ডিজিপি) জানিয়েছেন, বাটামোলার কাছে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে ৷ গোপন সূত্রে খবর পায় উপত্যকার পুলিশ ৷ এরপরই ওই এলাকায় অভিযান চালায় পুলিশ ৷ পুরো এলাকাটি ঘিরে ফেলতেই নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা ৷ ঘটনাস্থলেই গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন দু’জন সিআরপিএফ জওয়ান এবং একজন পুলিশ অফিসার ৷ পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন ৷এখনও চলছে গুলির লড়াই ৷ গোটা এলাকাটি ঘিরে ফেলেছে পুলিশ ৷ এলাকাবাসীর নিরাপত্তার কারণে মোবাইলের ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে ৷