শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন রাজ্যে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে

News Sundarban.com :
আগস্ট ৯, ২০১৮
news-image

পশ্চিমবঙ্গে প্রায় ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন  । রাজ্যে মূলত আইওসির পরিকাঠামোগুলোর আপগ্রেডেশনের জন্য এই টাকা বিনিয়োগ করা হবে। এর ফলে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে শিল্প দফতর সূত্রে খবর।

পারাদ্বীপ রিফাইনারি থেকে কল্যাণী এবং দুর্গাপুরের মধ্যে গ্যাস পাইপলাইন বসানো হবে। তা ছাড়াও রাজ্যে থাকা বটলিং প্ল্যান্টের ক্ষমতা বাড়ানো, খড়গপুরে নতুন বটলিং প্ল্যান্ট তৈরির জন্য প্রায় চার হাজার কোটি টাকা খরচ করা হবে। এছাড়াও হলদিয়া রিফাইনারির ক্ষমতা বাড়াতে প্রায় সাড়ে সাতহাজার কোটি টাকা খরচ করা হবে। পশ্চিমবঙ্গ কিংবা পূর্বের রাজ্যগুলিতে কোনও প্রাকৃতিক গ্যাস গ্রিড নেই। ফল স্বরূপ পরিবহণ, শিল্প কিংবা গৃহস্থলি, কেউই পর্যাপ্ত গ্রিন ফুয়েল পাচ্ছেন না। ওপরের বিনিয়োগে পরিস্থিতির বদল হবে বলে অনুমান আইওসির। কল্যাণী ও দুর্গাপুরের বটলিং প্ল্যান্টের সংযোগ সম্পূর্ণ হয়ে যাবে সেপ্টেম্বরে। পরবর্তী পর্যায়ে বজবজের বটলিং প্ল্যান্টকেও এই প্রক্রিয়ায় যুক্ত করা হবে। খড়গপুরে নতুন বটলিং প্ল্যান্ট তৈরি করতে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম থেকে জমি পাওয়া গিয়েছে। সেখানে মার্চ ২০১৯-এর মধ্যে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানা গিয়েছে।