বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

একধাক্কায় বদলে গিয়েছে মেধাতালিকাও

News Sundarban.com :
আগস্ট ৮, ২০১৮
news-image

বুধবার প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার খাতা রিভিউ ও স্ক্রুটিনির পর নয়া তালিকা ৷ উচ্চমাধ্যমিকের পর মাধ্যমিক পরীক্ষার পুণর্মূল্যায়নের ফল সামনে আসতেই বদলে গেল চিত্র ৷ রিভিউ ও স্ক্রুটিনির পর নম্বর বাড়ল হাজার হাজার পরীক্ষার্থীর ৷ যার ধাক্কায় বদলে গিয়েছে মেধাতালিকাও ৷
পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় মেধাতালিকায় নতুন করে নাম উঠেছে আরও ৬ পরীক্ষার্থীর ৷ উল্লেখ্য, চলতি বছরে প্রায় ৩৩ হাজার পরীক্ষার্থী রিভিউয়ের জন্য আবেদন করেছিলেন ৷ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, রিভিউ ও স্ক্রুটিনির পর আবেদন জানানো মোট পড়ুয়ার ২৩ শতাংশেরই নম্বরে পরিবর্তন ঘটেছে ৷ চলতি বছর ৬ জুন প্রকাশিত হয় ২০১৭-১৮-এর মাধ্যমিক পরীক্ষার ফল ৷ রেকর্ড গড়ে ৭৭ দিনের মাথায় ফল প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ ৷ এ বছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৮৪ হাজার ১৭৮ জন ৷ এর মধ্যে সফল হন ৮ লক্ষ ৯৯ হাজার ৫৬৪ জন ৷ এবছর মাধ্যমিকে প্রথম হন কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ ৷ তার প্রাপ্ত নম্বর ৬৮৯ ৷ দ্বিতীয় বর্ধমানে সাতগাছিয়া হাইস্কুলের শীর্ষেন্দু সাহা ৷ শীর্ষেন্দুর প্রাপ্ত নম্বর ৬৮৮ ৷ তৃতীয় স্থান দখল করেছেন তিন জন ৷ তাদের প্রাপ্ত নম্বর ৬৮৭ ৷ সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার, জলপাইগুড়ি জেলা হাইস্কুলের নীলব্জা দাশ ও মৃন্ময় মণ্ডল ৷