বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতারিতরা টাকা ফেরত পেলেন

News Sundarban.com :
আগস্ট ৭, ২০১৮
news-image

অবশেষে, মঙ্গলবার প্রতারিতরা টাকা ফেরত পেলেন। কর্তৃপক্ষের দাবি, ৪৫ জন গ্রাহককে প্রায় বারো লক্ষ টাকা ফেরত দেওয়া হল। লোপাট হওয়া টাকা ফেরত পেয়ে গ্রাহকরা খুশি। কিন্তু, তাঁদের এটিএম-আতঙ্ক কাটছে না। অনেকে তো বলছেন, আপাতত আর এটিএম কার্ডই ব‍্যবহার করবেন না। গ্রাহকদের কাছে এটিএম এখন এক আতঙ্ক। ব্লক করে দেওয়ার কার্ডের বদলে অনেকেই আর নতুন ডেবিট কার্ড নিতে আগ্রহী নন। একটাই আশঙ্কা…. ফের যদি প্রতারিত হতে হয়। এটিএম প্রতারণার শিকার হওয়া গ্রাহকদের টাকা ফেরত দিল কানাড়া ব‍্যাঙ্কের গড়িয়াহাট শাখা। টাকা পেয়ে গ্রাহকরা খুশি। এটিএম-আতঙ্ক। হঠা‍ৎ একটা এসএমএস। অ‍্যাকাউন্ট থেকে কয়েক হাজার টাকা লোপাট। সম্প্রতি, এ ভাবেই প্রতারণার শিকার হন কানাড়া ব‍্যাঙ্কের গড়িয়াহাট শাখার বেশ কয়েকজন গ্রাহক। তাঁরা ব‍্যাঙ্কের পাশাপাশি থানায় গিয়েও অভিযোগ জানান।
এত গ্রাহক প্রতারিত হওয়ার পরে এখন ব‍্যাঙ্ক কর্তৃপক্ষের আশ্বাস, এটিএমে নজরদারি বাড়ানো হবে।