বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আরএসএসকে ট্যুইটারে রন দেহি মুখ্যমন্ত্রীর

News Sundarban.com :
আগস্ট ৬, ২০১৮
news-image

অসমের জাতীয় নাগরিক পঞ্জি থেকে ৪০ লক্ষ নাম বাদ পড়ার পরই রাজ্য- রাজনীতি উত্তাল হয়ে ওঠে। এই প্রতিবাদ করতে গত পরশুদিন তৃণমূলের প্রতিনিধি দল অসমের উদ্দেশে রওনা দিয়েছিলেন তবে শিলচর বিমানবন্দরে তাঁদের আটক করেছে পুলিশ পরের দিন ফিরে এসেছে তৃণমূলের প্রতিনিধি দল ৷ তারপর রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস কালাদিবস পালন করেছে ৷সেই এনআরসি ইস্যুতেই আবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ তিনি ট্যুইটারে সরব হয়েছেন, দাবি করেছেন বিজেপি ও আরএসএস মিথ্যচার করছে জনগণের সঙ্গে ৷ মিথ্যাচার করছে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে ৷ এন আরসিতে ভারতীয়দের নাম কখনও বাদ দিতে বলেনি সুপ্রিমকোর্ট ৷ তিনি আরও বলেছেন এনআরসিতে অনেক বীর সৈনিকের নাম নেই, নেই প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারের নাম ৷ এনআরসিতে নাম নেই সমাজের বহু বিশিষ্টদের নাম ৷ বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষেরা ৷ বঞ্চিত হয়েছেন বহু গরিব মানুষ ৷ সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন অসমে কেন দু’শো কোম্পানি কেন্দ্রীয় সেনা বাহিনী ? বিভিন্ন ভাবে বিজেপি দেশের মূল্যবোধকে ধ্বংস করেছে ৷ তিনি আরও অভিযোগ করেছেন বিজেপি-আরএসএসের প্রতিটি পদক্ষেপ ধ্বংসাত্মক ৷ রাজনৈতিক উদ্দেশে কাজ করছে বিজেপি-আরএসএস ৷ এই ভাবেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷