বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কানাডা ব্যাঙ্কেরই ৩০০ এটিএম কার্ড ব্লক করা হয়েছে

News Sundarban.com :
আগস্ট ৫, ২০১৮
news-image

এটিএম প্রতারণার জেরে ব্লক করা হল ৩০০ এটিএম কার্ড৷ মূলত কানাডা ব্যাঙ্কেরই ৩০০ এটিএম কার্ড ব্লক করা হয়েছে ৷ গড়িয়াহাট শাখার যে এটিএমে প্রতারণার ঘটনা ঘটেছে ওই ব্যাঙ্কের এটিএম কার্ড ব্লক করল কর্তৃপক্ষ ৷ তাঁদের আশঙ্কা নির্দিষ্ট এটিএমে ব্যবহৃত প্রতিটি কার্ডই স্কিমিং করা হয়েছে ৷ এমন তথ্যও রয়েছে তদন্তকারীদের হাতে ৷ এদের মধ্যে এখনও পর্যন্ত ৪৫টি অভিযোগও জমা পড়েছে ৷ ফের যাতে প্রতারণা না হয়, সেই কারণেই এই পদক্ষেপ ৷ শুধু সাধারণ গ্রাহক নন, ব্যাঙ্ক ম্যানেজারও স্কিমিং-এর শিকার হয়েছেন ৷ টাকা খোয়া গিয়েছে বলে এখনও পর্যন্ত ৪৫টি অভিযোগ জমা পড়েছে ৷ কোনরকম তথ্য হাতিয়ে নয়, এটিএম জালিয়াতি করে টাকা তুলে নিয়েছেন জালিয়াতরা ৷ এটিএম থেকেই চুরি হয়ে যাচ্ছে কার্ডের গোপনীয় তথ্য ৷ এতেই রীতিমত ঘবড়ে গিয়েছেন এটিএম ব্যবহারকারীরা ৷ কারণ এখন প্রায় প্রত্যেকেই এটিএম ব্যবহার করেন টাকা তোলার জন্য ৷ আর যদি সেই এটিএমের পাতা হয় ফাঁদ তাহলে তো ফাঁপড়ে পড়বেন লক্ষ লক্ষ মানুষ ৷ এটিএম জালিয়াতির তদন্তও চলছে জোরকদমে ৷ এটিএম স্কিমিং-এর সঙ্গে যুক্ত সন্দেহে দিল্লি থেকে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতারও করা হয়েছে ৷ এটিএম ব্যবহারে বেশ কিছু সতর্কতার কথাও জানিয়েছে কলকাতা পুলিশ ৷