শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

অলিম্পিয়ানদেরই থাকা উচিৎ NADA-র প্যানেলে: বীরুর

News Sundarban.com :
আগস্ট ১, ২০১৮
news-image

প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ উঠেছে, তিনি কমিটিতে থাকলেও কোনও সভায় যোগ দিচ্ছেন না ৷ এর উত্তরে বীরুর সাফ মন্তব্য, ‘‘ আমার এই কমিটিতে যোগ দেওয়ার একেবারেই ইচ্ছে ছিল না ৷ ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরের অনুরোধেই তিনি যে ডোপ বিরোধী সংস্থা (NADA)-র কমিটিতে যোগ দিয়েছিলেন ৷ তা স্পষ্ট জানালেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ ডোপিং নিয়ে আমার জ্ঞান খুবই সীমিত ৷ আমার মনে হয় প্রাক্তন অলিম্পিয়ানদেরই নাডার প্যানেলে থাকা উচিত। নাডার কার্যপদ্ধতি সম্পর্কে ওরা আমার চেয়ে অনেক বেশি ওয়াকিবহাল।’’সেহওয়াগের মতে, তিনি সবসময়েই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ৷ খেলোয়াড় জীবনে সেভাবে কখনই ডোপ পরীক্ষার সামনে তাঁকে পড়তে হয়নি ৷ তাই এই প্যানেলে তাঁর থাকাটা মানায় না ৷ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর অনুরোধেই তিনি নাডার কমিটিতে যোগ দেন ৷ তবে এই কমিটির প্রথম দুটি সভা নিয়ে তাঁকে কিছু জানানো হয়নি এবং শেষ সভায় ছেলের অসুস্থতার জন্য থাকতে পারেননি বলেও জানিয়েছেন সেহওয়াগ ৷