বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অব্যবহৃত জমিতে শিল্প স্থাপনের প্রয়াস রাজ্য সরকারের

News Sundarban.com :
আগস্ট ১, ২০১৮
news-image

রাজ্যে নতুন বিনিয়োগের বার্তা শিল্পমন্ত্রীর। কোচবিহারে শিল্পবিকাশ কেন্দ্রের অব্যবহৃত জমিতে ২৪টি শিল্প ইউনিট বসানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার। সম্প্রতি বিধানসভায় এ কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী অমিত মিত্র। কোচবিহারের মোট ২০.৬৮ একর জমিতে এই ২৪টি ইউনিট বসানো হবে। ইতিমধ্যে ২১টি ইউনিটের জন্য শিল্পোদ্যোগীদের জমি দেওয়া হয়েছে।
এদিন কোচবিহারের ফরওয়ার্ড ব্লক বিধায়ক নগেন্দ্রনাথ রায় বিধানসভায় কোচবিহারের চকচকা শিল্পতালুক নিয়ে রাজ্যে কী পরিকল্পনা রয়েছে জানতে চান। তাঁর প্রশ্নের উত্তরে শিল্পমন্ত্রী জানান, ইতিমধ্যেই শিল্প ও কল-কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। অব্যবহৃত জমিতে নতুন শিল্প গড়ার এই পরিকল্পনা অনেকটাই এগিয়ে গিয়েছে। শিল্পমন্ত্রী আরও জানান, অব্যবৃত ২০.৬৮ একর জমি নেওয়া হয়েছে। সেখানে মোট ২৪টি শিল্প গড়তে উদ্যোগী রাজ্য। ২১টি ইউনিটকে জমি দেওয়া হয়েছে, শিল্পোদ্যোগীরা জমির টাকাও দিয়ে দিয়েছে। এই ২১টি ইউনিটের জন্য মোট ১৬.৫১ একর জমি দেওয়া হয়েছে। এই ২১টি ইউনিটে দু-হাজারেরও বেশি কর্মসংস্থান হবে। এই ২৪টি শিল্প ইউনিটে বিনিয়োগ করা হয়েছে ৬,৮৩১.৯৮ লক্ষ টাকা। প্রথমে ইউ শিল্প তালাকের জুটপার্ক করার কথা ভেবেছিলেন শিল্পমন্ত্রী অমিত মিত্র। কিন্তু সরকার এখন মাল্টি প্রোডাক্ট পার্কের কথা ভেবেছে। ২১টি ইউনিটে মাল্টি প্রোডাক্টের কারখানা হয়েছে। সেখানে রাজ করছে ২০৩৮ জন। অর্থমন্ত্রী জানান, শুধু এখানেই নয়, আরও যে সমস্ত পরিত্যক্ত জমি রয়েছে, সেখানে শিল্পস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, যে সমস্ত কল কারখানা রাজ্যে ধুঁকছে বা বন্ধ হয়ে গিয়েছে, সেগুলো নিয়েও সদর্থক ভাবনা-চিন্তা করা হচ্ছে। রাজ্যে শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ রয়েছে। অতএব অচিরেই রাজ্যে শিল্পে জোয়ার আসবে। আমাদের চেষ্টা জারি রয়েছে পরিত্যক্ত জমিতে নতুন শিল্প স্থাপন করার।