শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ধর্মতলায় এক মঞ্চে দেখা গেল বাম ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে

News Sundarban.com :
জুলাই ২৯, ২০১৮
news-image

ধর্মতলায় একমঞ্চে পাশাপাশি বসে তৃণমূল কংগ্রেসের অরূপ বিশ্বাস ও সিপিএমের শ্যামল চক্রবর্তী। যা কোনওদিনও দেখেনি বাংলা, বিজেপি বিরোধিতায় সেই দৃশ্যের সাক্ষী থাকল কলকাতা।ধর্মতলায় এক মঞ্চে দেখা গেল বাম ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে। বিজেপির বিরুদ্ধে সেই আওয়াজে এক সুরে মিলে গিয়েছে তৃণমূল ও সিপিএমও। ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে গণ অবস্থানের মঞ্চে মিলে গেলেন বাম ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য শাখা ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে আওয়া তুলেছে। শুক্রবার বিধানসভা বাম পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ঘরে বাম পরিষদীয় নেতাদের ডেকে নিয়ে গিয়ে বৈঠকের পর থেকেই জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনার পারদ চড়তে থাকে পরদিনই সিপিএম ও তৃণমূল নেতৃত্ব একযোগে ধর্মতলার মঞ্চে একযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হওয়ায়। আর রাজ্যের দুই শীর্ষ দলের আশ্বাস পেয়ে ব্যাঙ্ক অফিসার্স ও কর্মচারীরা বেজায় খুশি। একইসঙ্গে এদিনের কর্মসূচি থেকে বিজেপির বিরুদ্ধে জোট রাজনীতির বার্তাও উঠে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিনই বিজেপির বিরুদ্ধে এক যোগে আন্দোলনের বার্তা দিয়েছিলেন বলেই রাজনৈতিক মহল মনে করছে। তারই প্রভাব পড়েছে পরদিন ধর্মতলার মঞ্চে।