শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশে কৃষক আত্মহত্যার সংখ্যা ছুঁয়েছে ১২ হাজার

News Sundarban.com :
জুলাই ২৭, ২০১৮
news-image

দেশে ক্রমাগত বেড়ে চলা কৃষক সমস্যা ৷ এরাজ্যে কোনও কৃষক আত্মহত্যা করেননি ৷ কিন্তু সেই জায়গায়ে দাঁড়িয়ে দেশে কৃষক আত্মহত্যার সংখ্যা ছুঁয়েছে ১২ হাজার ৷ যার জন্য দায়ী কৃষকদের জন্য ‘কেন্দ্রের নীতি’ ৷ আজ বিধানসভায় দাঁড়িয়ে কৃষক আত্মহত্যা প্রসঙ্গে নরেন্দ্র মোদির তীব্র নিন্দা করলেন মমতা ৷ চাষযোগ্য ফসলের যথাযোগ্য দাম পাচ্ছেন না কৃষকেরা ৷ এদিকে দেনা আর ঋণের বোঝায় জেরবার দেশের কৃষকেরা ৷ তিনি বলেন, দেশজুড়ে ১২ হাজার কৃষকের মৃত্যু ৷ কেন্দ্রের নীতির জন্যই এই পরিস্থিতি ৷ দেশে কৃষক আত্মহত্যার সংখ্যা ছুঁয়েছে ১২ হাজার ৷ কিন্তু এরাজ্যে কোনও কৃষক আত্মহত্যা করেননি ৷ যার জন্য দায়ী কৃষকদের জন্য ‘কেন্দ্রের নীতি’ ৷ আজ বিধানসভায় দাঁড়িয়ে কৃষক আত্মহত্যা প্রসঙ্গে নরেন্দ্র মোদির তীব্র নিন্দা করলেন মমতা ৷
১৯-র নির্বাচনে জিততে বাংলাকে পাখির চোখ করে এগোতে চাইছেন মোদি-অমিত জুটি ৷ সেক্ষেত্রে রাজ্যের কৃষকদের হাতিয়ার করেই নির্বাচনী লড়াইয়ে নামতে চাইছিলেন প্রধানমন্ত্রী ৷ দিনকে দিন সমস্যা বেড়ে চলেছে ৷ সেই সমস্যার সমাধানেই ২০২২ সালের মধ্যে কৃষকদের আয়ের পরিমাণ দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র ৷ এই বিষয়টি নিয়েও এদিন বিধানসভায় দাঁয়াড়িয়ে কেন্দ্রকে বিঁধলেন মমতা ৷ তিনি বলেন, ২০২২ সালের মধ্যে কৃষক আয় দ্বিগুণ করবেন ৷ কিন্তু বাংলার বাইরে অন্য কোনও রাজ্যে কি আদৌ কোনও উন্নতি হয়েছে কৃষকদের পরিস্থিতির ? তবে, বাংলায় কিন্তু কৃষকদের আয় বেশ কিছুটা বেড়েছে ৷ প্রায় ৩ শতাংশ বেড়েছে কৃষকদের আয় ৷