মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অনলাইন কেনাকাটায় ক্যাশ-অন-ডেলিভারির নিয়ম নিয়ে উঠল প্রশ্ন ?

News Sundarban.com :
জুলাই ২৬, ২০১৮
news-image

নতুন প্রজন্ম মেতেছে অনলাইন শপিংএ।  নির্দিষ্ট জিনিস পাওয়ার পর হাতেহাতে টাকা দেওয়ার পক্ষেই অধিকাংশ ক্রেতা ৷ তবে এই পদ্ধতিটি অবৈধ এমনই মত আরবিআই-এর ৷ সমস্যায় পড়েছে ই-কমার্স সংস্থাগুলি ৷ এতেই প্রমাদ গুনতে শুরু করেছে অ্যামাজন, ফ্লিপকার্টের মত ই-কার্ট সংস্থাগুলি ৷ দেশে, ২০১০ থেকে এই বিশেষ CoD নিয়ম চালু করে অনলাইন সংস্থা ফ্লিপকার্ট ৷ অনেকে এই ধরণের কেনাকাটায় অভ্যস্ত হলেও নেট ব্যাঙ্কিং-এ স্বচ্ছন্দ নন ৷ জনৈক ধর্মেন্দ্র কুমারের আরটিআই আবেদনের প্রেক্ষিতে এই মত রিজার্ভ ব্যাঙ্কের ৷ রিজার্ভ ব্যাঙ্কের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট ২০০৭ অনুযায়ী ক্যাশ-অন-ডেলিভারি পদ্ধতিতে অস্বচ্ছতা রয়েছে ৷ ফলে এই নিয়ম চালিয়ে যাওয়ার পক্ষে নয় রিজার্ভ ব্যাঙ্ক ৷ ব্যাঙ্কের এই নির্দিষ্ট আইন, ফ্লিপকার্ট বা অ্যামাজনের মত ই-কমার্স কোম্পানিগুলোকে ক্যাশ-অন-ডেলিভারি প্রক্রিয়ার অনুমোদন দেয় না ৷ যদিও এখনও এই নিয়ে কোনও নির্দেশ দেয়নি রিজার্ভ ব্যাঙ্ক ৷ তবে এই ধরণের লেনদেনে যে গলদ রয়েছে, সে বিষয়টি স্পষ্ট হয়েছে ৷ এবার দেখার, ক্যাশ-অন-ডেলিভারির যে সুবিধা ক্রেতারা উপভোগ করে থাকেন, তাকে শেষ পর্যন্ত অবৈধ ঘোষণা করা হয় কী না ৷

আরও দেখুন