বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্ক্রুটিনির ফল সামনে আসতেই বদলে গেল চিত্র

News Sundarban.com :
জুলাই ১৯, ২০১৮
news-image

উচ্চমাধ্যমিক রেজাল্ট প্রকাশ পরও বদলে গেল হাজার হাজার পরীক্ষার্থীদের রেজাল্ট ৷ চলতি বছরে স্ক্রুটিনিতে নম্বর বেড়েছে প্রায় ছয় হাজার পরীক্ষার্থীর ৷ স্ক্রুটিনির ফল সামনে আসতেই বদলে গেল চিত্র ৷ যার ধাক্কায় বদলে গিয়েছে মেধাতালিকাও ৷ স্ক্রুটিনির পর প্রকাশিত পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় মেধাতালিকায় নতুন করে নাম উঠেছে আরও চার পরীক্ষার্থীর ৷ চলতি বছরে উচ্চমাধ্যমিক মেধাতালিকায় কৃতী পড়ুয়ার সংখ্যা ৮০ থেকে বেড়ে দাঁড়াল ৮৪ ৷
পরীক্ষার্থীর নম্বরে পরিবর্তনে স্বভাবতই বিব্রত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ কীভাবে এত খাতায় ভুল হল?‌ প্রশ্ন তুলেছেন সংসদ সভাপতি।মূল্যায়নে ভুল নিয়ে শিক্ষকদের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ সংসদের ৷ যেসব শিক্ষকদের খাতা দেখার পরও মূল্যায়নে ত্রুটি ধরা পড়েছে তাদের ডেকে পাঠিয়েছে সংসদ ৷ খাতা দেখায় বিপুল পরিমাণে ক্রুটির কারণে এত পরীক্ষার্থীর নম্বরে পরিবর্তন আদতে সংসদের ভাবমূর্তি নষ্ট করছে বলে মত সংসদের ৷ উচ্চমাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষকদের সতর্ক করতে কড়া পদক্ষেপ নিচ্ছেন সংসদ সভাপতি ৷ সূত্রের খবর, ‘দোষী’ শিক্ষকদের বিরুদ্ধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা ৷