শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সভায় দাঁড়িয়ে আক্রমণ তৃণমূলকে

News Sundarban.com :
জুলাই ১৬, ২০১৮
news-image

বিজেপির কথায় কৃষক কল‍্যাণ সমাবেশ। কিন্তু, বৃহস্পতিবারের এই সমাবেশে যত না কৃষকদের কথা, তার থেকে অনেক বেশি রাজনৈতিক আক্রমণ। মোদির সভা শেষ হতে না হতেই প্রেস বিবৃতি প্রকাশ করে প্রধানমন্ত্রীর প্রতিটি আক্রমণের জবাব দিল তৃণমূল ৷ একইসঙ্গে মোদির সভায় দুর্ঘটনায় উদ্যোক্তাদের ঘটনার দায় নিতে হবে বলে প্রেস বিবৃতিতে দাবি তৃণমূলের ৷
ছিল কৃষক কল্যাণ সমাবেশ। কিন্তু সেখানে কৃষকদের নিয়ে যত না কথা, তার থেকে বেশি রাজনৈতিক আক্রমণ। মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের রাজ‍্যে এসে, বার বার তৃণমূলকেই নিশানা করলেন নরেন্দ্র মোদি। প্রথমেই বাংলার সিন্ডিকেট দুর্নীতি নিয়ে মোদি নিশানায় রাজ্য সরকার ৷ তিনি বলেন,
‘মা-মাটি-মানুষের সরকারের আড়ালে বাংলা জুড়ে চলছে সিন্ডিকেটরাজ ৷ সিন্ডিকেট ছাড়া পশ্চিমবঙ্গে কিছু হয় না ৷ শিক্ষা-স্বাস্থ্যেও সিন্ডিকেটরাজ চলছে ৷ তৃণমূল সরকারের আসল চেহারা সিন্ডিকেট ৷’