শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাড়ল এসি বাসের ভাড়া

News Sundarban.com :
জুলাই ১৩, ২০১৮
news-image

প্রতিনিয়ত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে বাড়ল এসি বাসের ভাড়া ৷ প্রতি স্টেজে ৫ টাকা করে ভাড়া বাড়াল ।
পরিবহণ দফতর সূত্রের খবর , গত ১১ জুন থেকে নয়া ভাড়া লাগু হয়েছে বেসরকারি নন-এসি বাসগুলিতে ৷ এবার থেকে এসি ভলভো বাসে উঠলেই দিতে হবে ৩০ টাকা ৷ অন্য এসি বাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া রাখা হয়েছে ২০ টাকা ৷ বাসে উঠলেই দিতে হবে ৭টাকা। ৪ কিলোমিটার পর্যন্ত বাস ভাড়া ৭টাকা। ৪ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত বাসের ভাড়া হবে ৯ টাকা। ১২ থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত বাস ভাড়া ১০ টাকা হচ্ছে। ১৬থেকে ২০ কিলোমিটার পর্যন্ত ভাড়া হচ্ছে ১১ টাকা। ২০ থেকে ২৪ কিলোমিটার পর্যন্ত বাস ভাড়া হবে ১২ টাকা। ২৪ কিলোমিটারের পর প্রতি ৪ কিলোমিটারে বাড়বে ১ টাকা করে। মিনি বাসের ক্ষেত্রে নূন্যতম বাস ভাড়া হচ্ছে ৮ টাকা। প্রথম তিন কিলোমিটার এই ভাড়াতেই যাওয়া যাবে। ৩ থেকে ৬ কিলোমিটার মিনিবাসের ভাড়া হবে ৯ টাকা। ৬-১০ কিলোমিটারে ১০ টাকা। ১৬ কিমি পর্যন্ত যেতে লাগবে ১১টাকা। ১৬ কিমির পর প্রতি ৩ কিমিতে বাড়বে ১টাকা করে।