শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কারখানার উদ্বোধন হল নয়ডায়

News Sundarban.com :
জুলাই ৯, ২০১৮
news-image

নয়ডায় বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কারখানার উদ্বোধন করল স্যামসাং ৷ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন এখন ভারতে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই উত্তর প্রদেশের নয়ডায় সোমবার নতুন কারখানার উদ্বোধন করলেন তিনি ৷
দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা স্যামসাং বর্তমানে ভারতে ৬৭ মিলিয়ন স্মার্টফোন তৈরি করে ৷ নতুন এই কারখানা খুলে যাওয়ায় এখন থেকে ১২০ মিলিয়ন পর্যন্ত ফোন এদেশে তৈরি করার ক্ষমতা রাখবে স্যামসাং ৷ নতুন কারখানাতে এক মাসেই ১ কোটি ২০ লক্ষ ফোন তৈরি হতে পারে ৷ এর আগে ৫০ লক্ষ ফোন তৈরি হত এই কারখানায় ৷ নয়ডার সেক্টর ৮১-এ এই কারখানা তৈরি হয় ১৯৯৫ সালে ৷ ৩৫ একর জায়গা জড়ে রয়েছে স্যামসাং-এর এই কারখানা ৷ ১৯৯৭ সালে এখানে টিভি তৈরির কাজও শুরু হয় ৷ এর সম্প্রসারণে মোট ৪৯১৫ কোটি টাকা খরচ হয়েছে ৷ প্রায় ৭০ হাজার কর্মী এখানে কাজ করেন ৷ কারখানার সম্প্রসারণে উৎপাদণ ক্ষমতাও এখন দ্বিগুণ হয়েছে ৷এই কারখানা গোটা বিশ্বের সবচেয়ে বেশি মোবাইল ফোন তৈরি করার ক্ষমতা রাখবে বলে সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে ৷