শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বয়ং রামচন্দ্র এলেও ধর্ষণ ঠেকাতে পারতেন না

News Sundarban.com :
জুলাই ৮, ২০১৮
news-image

ফের বিজেপি’র নেতার কুরুচিকর মন্তব্য ৷ নেতাদের সামলাতে সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তবে তাতে যে বিশেষ কোনও কাজ হয়নি তা ফের প্রমাণিত হল সুরেন্দ্র নারায়ণ সিংয়ের মন্তব্যে ৷ এমনটাই মনে করেন সুরেন্দ্র নারায়ণ সিং। তিনি উত্তরপ্রদেশের বাইরিয়া জেলার বিজেপি বিধায়ক। গত শনিবার বাল্লিয়ায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। রাজ্যে বেড়ে চলা ধর্ষণের ঘটনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাঁর বিশ্বাস, রামও ধর্ষণ ঠেকাতে পারতেন না। এটা এক ধরনের প্রাকৃতিক দূষণ যা কাউকে ছাড়েনি। মানুষদেরই এটা দায়িত্বের মধ্যে পড়ে যে পরস্পরকে পরিবারের সদস্য, নারীদের নিজের বোনের মতো দেখা। সাংবিধানিক আইনে নয়, মূল্যবোধেই এটা থামানো সম্ভব। দলীয় বিধায়কের এহেন মন্তব্যে স্বভাবতই চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি। প্রদেশ বিজেপির মুখপাত্র রাকেশ ত্রিপাঠী বলেন, ওই বিধায়ক গ্রামের মানুষ। তাই গুছিয়ে কথা বলার অভ্যাস না থাকায় তাঁর বক্তব্যের অনেক সময়ই ভুল অর্থ করা হয়। তিনি আসলে বলতে চেয়েছিলেন নারী নির্যাতন রুখতে আদর্শ মূল্যবোধ গড়ে তোলা উচিত। তাঁদের সরকার মেয়েদের উপর অত্যাচারের তীব্র বিরোধী। নারী সুরক্ষায় বিজেপি যথাযথ পদক্ষেপ করছে।
প্রসঙ্গত, এর আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করে দলকে বিপদে ফেলেছিলেন সুরেন্দ্র নারায়ণ। এর আগে তিনি মমতা ব্যানার্জিকে সুর্পনখা বলে কটাক্ষ করেছিলেন। কখনও বলেছিলেন, সরকারি কর্মীদের থেকে যৌনকর্মীরা অনেক ভালো। উন্নাওকাণ্ডে অভিযুক্ত বিধায়ক কুলদীপ সিং সেনগারের সমর্থনে মুখ খুলে বলেছিলেন, তিন সন্তানের মাকে কেউ কখনও ধর্ষণ করতে পারে না। ওই কিশোরীর বাবাকে কেউ মারধর করতেই পারে, কিন্তু সেনগারকে ধর্ষণের মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। সম্প্রতি তাজমহলের নাম রাম মহল করার প্রস্তাবও দেন সুরেন্দ্র।