বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে নক আউট ফুটবল

News Sundarban.com :
জুলাই ৮, ২০১৮
news-image

ম্প্রতি আর্জেনটিনা,ব্রাজিল বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে। সেই দুঃখে আপামোর ফুটবল প্রেমী বাঙালী দুঃখে বিভোর। আর সেই দুঃখ ঘোচাতে টিভির পর্দা থেকে চোখ সরিয়ে আট দলীয় এক নকঅাউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করলো দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিংয়ের রায়বাঘিনীর “আমরা কজন” ক্লাব।
রবিবার সকালে রায়বাঘিনী হাইস্কুল মাঠে আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের   উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তথা দিঘীরপাড় গ্রামপঞ্চায়েতের সদস্য মুকেশ মন্ডল।
মুকেশ বাবু বলেন “বিশ্বকাপ ফুটবল থেকে আমাদের প্রিয় দল আর্জেনটিনা,ব্রাজিল সহ একে একে  ভালো ভালো টিম গুলি বিদায় নিয়েছে সেই হতাশ থেকে সাময়িক ভাবে আমরা বাঙালী মুক্তি পেতে এমন ফুটবল খেলার আয়োজন করেছি”।
একদিনের এই ফুটবল টুর্নামেন্টে প্রচুর ফুটবল প্রেমী মানুষজন খেলা দেখতে জমায়েত হন।