শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অ্যাপ ক্যাবের সারচার্জ বৃদ্ধি নিয়ে কড়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

News Sundarban.com :
জুলাই ৫, ২০১৮
news-image

সকালের ব্যাস্ত সময় অ্যাপ ক্যাব বুক করলেন,দেখলেন ৬০০টাকা। এমনিতে ২৫০-র বেশি হওয়ার কথা নয়। তা হলে বাড়তি ভাড়া কেন?  প্রায়ই এই একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে।কিংবা আপনার লোকেশনে কোনো গাড়িই নেই ? এমনটা কিন্তু মোটেও নয়। গাড়ি ছিল। খালি জিপিএসটা বন্ধ করা। তাই অ্যাপে গিয়ে আপনি গাড়ির দেখা পাননি। সেই অজুহাতে ক্যাব সংস্থাও আড়াইগুণ ভাড়া হেঁকেছে। কিংবা ক্যাব বুক করলেন আর জিপিএস বন্ধ করে রেখে এভাবেই ক্যাবের ভাড়া বাড়ানোর খেলায় নেমেছেন কিছু ক্যাব চালক। দুটি বা তিনটি ট্রিপের ভাড়া তুলে নেওয়া যায় এক ট্রিপেই ৷ অ্যাপ ক্যাবের চালকরা তাই বেছে নিয়েছেন সহজ রাস্তা ৷ গাড়ির বা ফোনের জিপিএস বন্ধ রাখলেই হল ৷ রাস্তায় গাড়ি থাকলেও কোম্পানি জানতেই পারবে না ৷ গাড়ি কম, এই অজুহাত চড়া সার্জ নেওয়ার সুযোগ ৷ যার জেরে নাজেহাল  নিত্যযাত্রীরা ৷
অ্যাপ ক্যাবের সারচার্জ বৃদ্ধি নিয়ে কড়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কোনও ভাবেই সারচার্জ ৪৫ শতাংশের বেশি হবে না। সূত্রের খবর , পরিবহণ দফতরের তরফে অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে সারচার্জ নিলে চালকদের কমিশনও বাড়াতে হবে। প্রতিমাসে সরকারকে রিপোর্ট পাঠানোর নির্দেশিকাও জারি করা হয়েছে। ভাড়া নির্দিষ্ট কোনও চার্ট নেই। একই রুটে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ভাড়া। বিশেষ করে দিনের ব্যস্ততম সময়ে ভাড়া বেড়ে দ্বিগুণ-কিংবা তিনগুণও হয়ে যায়। বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগে সেই ভাড়া হয়ে যায় তারও বেশি। সে সম্পর্কে বারবার অভিযোগ পেয়েছে রাজ্যের পরিবহণ দফতর। এবার ব্যবস্থার কথা জানাল পরিবহণ দফতর। সূত্রের খবর অনুযায়ী, পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, সারচার্জ কোনও সময়েই ৪৫ শতাংসের বেশি নেওয়া যাবে না। আর সকাল ৮ টা থেকে রাত ৮ টার মধ্যে কোনও সারচার্জ নেওয়া যাবে না। প্রতি মাসে এবিষয়ে সরকারকে রিপোর্টও পাঠাতে হবে। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে ফের বৈঠক হবে বলে পরিবহণ দফতর সূত্রে খবর।