শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাচারকারীদের খপ্পর থেকে পালিয়ে প্রাণে বাঁচলো গৃহবধূ

News Sundarban.com :
জুলাই ৪, ২০১৮
news-image

বিশাল অর্থ উপার্জনের প্রলোভন দিয়ে কাজ দেওয়ার নাম করে এক গৃহবধূকে দিল্লিতে পাচারকারীদের কাছে বিক্রি করে দিয়ে এসেছিল স্থানীয় কয়েকজন যুবক। কোনমতে পাচারকারীদের হাত থেকে পালিয়ে বাড়ি চলে আসেন ঐ গৃহবধূ। অভিযোগ সেখানে ও লোকজন নিয়ে গিয়ে তাদের মারধোর করে অভিযুক্ত পাচারকারীরা। এ বিষয়ে পুলিশ বা অন্য কোথাও জানালে প্রাণনাশের হুমকী দেওয়া হয়। এমনই গুরুতর অভিযোগ উঠেছে আনারুল সেখ ও তার সঙ্গীদের বিরুদ্ধে।
গত প্রায় মাস খানেক আগে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার উত্তর রামচন্দ্রখালী গ্রামের বাসিন্দা নার্গিস সেখ কে পরিচারিকার কাজ দেওয়ার নাম করে দিল্লী নিয়ে গিয়ে পাচারকারীদের হাতে বিক্রি করে দিয়ে আসে অভিযুক্ত আনারুল সেখ। নার্গিস সেখের দাবী তার স্বামীর শারীরিক অসুস্থতার জন্য একটা কাজের খুব প্রয়োজন ছিল।সেই জন্য পার্শ্ববর্তী গ্রামের আনারুল সেখ কে বললে আনারুল ঐ গৃহবধূকে কাজ দেওয়ার নাম করে দিল্লীতে নিয়ে বিক্রি করে দিয়ে আসে। সেখানে তাকে আটকে রেখে যৌন কাজে বাধ্য করাতে চাইলে কোনরকমে উপস্থিত বুদ্ধির জোরে সেখান থেকে পালিয়ে আসেন নার্গিস।গত দিন দুয়েক আগে তিনি শ্বশুরবাড়িতে ফিরে আসেন।সোমবার সেই খবর পেয়ে আনারুল ও তার সঙ্গীরা লাঠি রড নিয়ে চড়াও হয় নার্গিসের বাড়িতে। বেধড়ক মারধোরের পাশাপাশি এ বিষয়ে কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি ও দেওয়া হয়। এই ঘটনায় আতঙ্কিত ঐ গৃহবধূ ও তার পরিবারের লোকেরা। মঙ্গলবার এ বিষয়ে বাসন্তী থানায় অভিযুক্ত আনারুল ও তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ঐ গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে বাসন্তী থানার পুলিশ তদন্ত শুরু করেছে ।