বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নয়া ভর্তি পদ্ধতির ঘোষণা, তোলাবাজির বীজ উপড়ে ফেলতে উদ্যোগী হল রাজ্য সরকার

News Sundarban.com :
জুলাই ৩, ২০১৮
news-image

এতদিন কলেজে ভর্তি প্রক্রিয়া ছিল জটিল ও সময় সাপেক্ষ। অনলাইনে ফর্ম ফিলাপের পর মেধা তালিকায় নাম থাকলে হত কাউন্সেলিং ও ভেরিফেকেশন। এখানেই তৈরি হত তোলাবাজির হাজারো ফিকির। নয়া ভর্তি পদ্ধতির ঘোষণায় ভর্তি নিয়ে তোলাবাজি বন্ধ হবে বলেই মনে করছে সরকার। কলেজ ভর্তিতে তোলাবাজির বীজ উপড়ে ফেলতে উদ্যোগী হল রাজ্য সরকার। নিয়ম বদল উচ্চশিক্ষা দফতরের ৷ কলেজে ভর্তি প্রক্রিয়ায় আমূল পরিবর্তনের সিদ্ধান্ত ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলেজে কলেজে ভর্তিতে দুর্নীতির অভিযোগ। ভর্তির লাইনে চলছে তোলাবাজি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পথে নামতে হয় মুখ্যমন্ত্রীকেও। তাঁরই নির্দেশে, কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া সরেজমিনে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপরই ভর্তি প্রক্রিয়ায় আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নেয় উচ্চশিক্ষা দফতর৷ মঙ্গলবার নয়া নিয়মের কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৷ ভর্তির আগে পড়ুয়া ও অভিভাবকদের হয়রানি ঠেকাতে কাউন্সেলিং প্রথাই তুলে দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা দফতরের। সেই সঙ্গে তোলাবাজির বীজ উপড়ে ফেলা হল ভর্তির পরে ভেরিফিকেশনের ঘোষণায়। এদিন শিক্ষামন্ত্রী বলেন, ‘পড়ুয়ার উপস্থিতি ছাড়াই হবে ভর্তি প্রক্রিয়া ৷ ভর্তির জন্য কাউন্সেলিং হবে না ৷ ভর্তির পরেই হবে ভেরিফিকেশন ৷ মেধার ভিত্তিতেই কলেজে কলেজে চলবে পড়ুয়াদের অ্যাডমিশন ৷ অনলাইনেই ভর্তির টাকা জমা নেওয়া হবে এবং কলেজের ওয়েবসাইটেই প্রকাশিত হবে মেধাতালিকা ৷ মেধা তালিকায় নাম উঠলে পড়ুয়াকে জানাবে কলেজ ৷একইসঙ্গে পার্থর হুঁশিয়ারি ভর্তি প্রক্রিয়ায় অংশ নেবে না ছাত্র সংসদ ৷ গভর্নিং বডিতে থাকবে না কোনও ছাত্র প্রতিনিধি ৷ ভর্তিতে বহিরাগতদের প্রভাব কোনওভাবে বরদাস্ত নয় ৷’তবে পড়ুয়াদের জন্যেও কিছু নির্দেশিকা দিয়েছেন শিক্ষামন্ত্রী ৷
ভর্তি হওয়া পড়ুয়াকে হলফনামা দিতে হবে, জমা দেওয়া যাবতীয় তথ্য যে সত্যি, তা বলতে হবে হলফনামায়, ভর্তির পর যদি তথ্য ভুল প্রমাণিত হয় তবে অ্যাডমিশন বাতিল হয়ে যাবে, প্রয়োজনে ওই পড়ুয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে ৷