শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রবল বৃষ্টির জেরে স্থগিত অমরনাথ যাত্রা

News Sundarban.com :
জুন ৩০, ২০১৮
news-image

স্থগিত অমরনাথ যাত্রা, জম্মু-কাশ্মীরে প্রবল বৃষ্টির জেরে আপাতত বন্ধ। শুক্রবারেই পহেলগাঁও ও বাল্টাল-দুটি রুটে একাধিকবার ধস নামার কারণে বন্ধ রাখা হয়েছে তীর্থযাত্রা।

পাশপাশি, রাস্তার অবস্থা বিপজ্জনক হয়ে যাওয়ায় দু’টি বেস ক্যাম্প থেকে যাত্রীদের আর অগ্রসর হতে দেওয়া হয়নি।এবার নিরাপত্তার কারণে কাশ্মীর ডিভিশনের সবকটি স্কুলও বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জম্মু-কাশ্মীর সরকার। প্রচন্ড বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় একাধিকবার ধস নামে, যার ফলে অচল হয়ে পড়েছে হাইওয়েগুলি । বৃহস্পতিবার অন্তত দু’লাখ তীর্থযাত্রী অমরনাথের দিকে যাত্রা করেছিলেন ৷ কিন্তু আবহাওয়ার অবনতি হওয়ায় তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন ৷ দক্ষিণ কাশ্মীরে অনন্তনাগে ঝিলাম নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে ৷ ছাপিয়ে গিয়েছে ২১ ফুটের সীমারেখাও ৷ ফলে জারি হয়েছে সতর্কতা । যদিও আবহাওয়া দপ্তরের তরফ থেকে সোনম লোটাস জানান, দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে ।