বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টি

News Sundarban.com :
জুন ৩০, ২০১৮
news-image

হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর মৌসুমী অক্ষরেখার কারণে আগামি ৯৬ ঘণ্টার জন্য দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর দুয়ারে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। এছাড়াও উত্তর-দক্ষিণ দিনাজপুর, মালদহে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের বাকি তিন জেলায় অনেক জায়গাতেই বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। সিকিমে প্রবল বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। মৌসুমী অক্ষরেখা জয়সলমীর, কোটা, টিকামগড়, ডালটনগঞ্জ, বালাসোর অতিক্রম করেছে। যা সমুদ্র পৃষ্ঠ থেকে ৩.১ কিমি উঁচু পর্যন্ত অবস্থান করছে। স্বাভাবিকভাবেই তা উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর দুয়ারে ৭-১১ সেমি পর্যন্ত বৃষ্টি হতে পারে শনিবার। রবিবারে এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ৭-২০ সেমি। ২ ও ৩ জুলাইও এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ৭-২০ সেমি। উত্তর-দক্ষিণ দিনাজপুর, মালদহে বৃষ্টি হতে পারে ৭-১১ সেমি। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।