মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংশোধনাগারের বন্দিদের ডিজাইন করা পোশাক মিলবে শোরুমে

News Sundarban.com :
জুন ২৯, ২০১৮
news-image

প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিদের ডিজাইন করা পোশাক মিলবে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘টার্টল’-এর শোরুমে। জানা গিয়েছে, প্রেসিডেন্সি সংশোধনাগারের ভিতর পোশাক বানানোর জন্য আলাদা একটি জায়গা তৈরি করা হয়েছে। আপাতত, ৩০জন বন্দি এই কাজে যুক্ত থাকবেন। সংশোধনাগারে অত্যাধুনিক সেলাই মেশিন ও পোশাক তৈরির অত্যাধুনিক সরঞ্জামও নিয়ে আনা হয়েছে। কাজ শুরুর আগে, ‘টার্টল’-এর তরফ থেকে বন্দিদের প্রশিক্ষণ দেওয়া হবে।গতবছর, পয়লা বৈশাখের আগের দিন শহরের ‘মোহর কুঞ্জ’-এ প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা অংশগ্রহণ করেছিলেন ফ্যাশন শোয়ে। তাঁরা শুধুমাত্র র‍্যাম্পেই হাঁটেননি, নিজের হাতে ডিজাইন করেছিলেন পোশাকও! থিম ছিল–বাংলার ১২ ঋতু।
এবার আরেক নয়া পদক্ষেপ!