শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বেড়ে হচ্ছে দ্বিগুণ

News Sundarban.com :
জুন ২৬, ২০১৮
news-image

পঞ্চায়েত ভোট শেষ হওয়ার পরও চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বাড়ানোর কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন।সেই কথা মতো রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বৃদ্ধির পাশাপাশি বিশেষ সরকারি কর্মচারীদের জন্যেও সুখবর শোনাল নবান্ন। সেই তালিকায় সেসময় সিভিক ভলান্টিয়ার থেকে আশাকর্মীদের নাম থাকলেও, ছিল না সমবায়কর্মীদের নাম। এবার সমবায় কর্মীদের জন্যেও সুখবর শোনাল রাজ্য সরকার। সমবায় কর্মীদেরও ভাতা বাড়িয়ে দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এতদিন সমবায় কর্মীরা মাসে হাজার টাকা করে ভাতা পেতেন। এবার থেকে তাদের ভাতা বেড়ে হল ২০০০ টাকা। রাজ্য সরকারের প্রায় সাড়ে সাত হাজার সমবায় কর্মী নতুন হারে ভাতা পাবেন। রাজ্যের কো-অপারেটিভ বা সমবায়গুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখতে রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্ব একটি কমিটি গঠিত হয়েছিল। চলতি বছরের জানুয়ারি মাসে সেই কমিটি একটি রিপোর্ট জমা দেয়। যাতে সমবায় কর্মীদের ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সাথী প্রকল্পের অন্তর্ভুক্ত করারও সুপারিশ করা হয়। সেই সুপারিশ খতিয়ে দেখেই ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে সিলমোহর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।