শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এটিএম জালিয়াতি রুখতে ATM-এ আসতে চলেছে বদল

News Sundarban.com :
জুন ২৬, ২০১৮
news-image

নিরাপত্তার বেড়া জাল কে ভেঙে, বেড়ে চলেছে এটিএম জালিয়াতি ৷এতদিন পর্যন্ত ব্যাঙ্কের এটিএমগুলিতে ব্যবহার হত Windows XP ৷ কিন্তু ২০১৪ সালেই বাতিল হয়ে গিয়েছিল Windows XP অপারেটিং সিস্টেমটি ৷ কিন্তু তারপরও এখনও পর্যন্ত এটিএমগুলিতে এই অপারেটিং সিস্টেমই ব্যবহার হয়ে আসছে ৷ গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে নয়া নির্দেশ জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে সমস্ত এটিএম থেকে এই অপারেটিং সিস্টেম বদলাতে হবে ৷ Windows XP-র বদলে উন্নত ভার্সন ব্যবহার করতে হবে ৷ এর জেরে এটিএম হ্যাকাররা সহজে জালিয়াতি করতে পারবে না বলে মনে করা হচ্ছে ৷ নির্দেশিকায় বলা হয়েছে যে সেপ্টম্বর ২০১৮ সালের মধ্যে ২৫ শতাংশ এটিএম অপারেটিং সিস্টেম বদলাতে হবে আর বাকি ৭৫ শতাংশ মার্চ ২০১৯ মধ্যে ৷মনে করা হছে নয়া নির্দেশিকায়া কিছুটা হলে ও কমবে এটিএম জালিয়াতি।