বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারি কর্মচারিদের জন্য সুখবর

News Sundarban.com :
জুন ২৫, ২০১৮
news-image

সরকারি কর্মচারিদের জন্য সুখবর ৷ অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন দ্বিগুণ এমনকি তিনগুণও হতে পারে, এমনই খবর ৷ সরকারের এই চিন্তাভাবনা বাস্তবায়িত হলে উপকৃত হবেন লক্ষ লক্ষ পেনশনভোগী ৷ যদিও বাড়তি এই খরচ যোগাতে হবে সরকারকেই ৷ সর্বনিম্ন ১০০০ টাকা পেনশনের যে নিয়ম চালু আছে তা অত্যন্তই কম ৷ একটি রিপোর্টে এমনই জানিয়েছে শ্রম মন্ত্রকের ৩সদস্যের কমিটি ৷ কমিটির সুপারিশ, শীঘ্রই ১০০০ থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হোক সর্বনিম্ন পেনশন ৷ এরপরই পেনশন বাড়ানোর চিন্তাভাবনা শুরু করে কেন্দ্র ৷ আগামিকাল শ্রেম মন্ত্রকে বৈঠকে এই প্রস্তাব পাশ হওয়ার প্রবল সম্ভাবনা ৷ যার ফলে নুন্যতম পেনশন হবে ২০০০টাকা ৷ ২০১৪তে কেন্দ্রের অনুমোদনে ১০০০টাকা পেনশন হয় ৷ তবে বর্তমান পরিস্থিতিতে ১০০০টাকা পেনশন খুবই কম ৷ তাই তা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ৷ এরফলে সরকারের বাড়তি খরচ হবে প্রায় ৩০০০কোটি টাকা ৷