বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাতের অন্ধকারে সিভিকের পরিচয় দিয়ে ছিনতাই,অভিযুক্ত যুবতৃণমূল কর্মী

News Sundarban.com :
জুন ২৪, ২০১৮
news-image

রাতের অন্ধকারে সিভিক ভলেন্টিয়ারের পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠলো দুই যুবতৃণমুল সমর্থকের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং থানার হেড়োভাঙ্গা পুলিশ ক্যাম্প থেকে ঢিল ছোড়া দুরত্বে মহেন্দ্র মোড়ে। স্থানীয় সুত্রে জানা গেছে গত বুধবার রাত দুটো নাগাদ হেড়োভাঙ্গার এক মাংস ব্যবসায়ী মোরসেলিম গাজী মাংস আনার জন্য হেড়োভাঙ্গা থেকে একটি ইঞ্জিনভ্যানে করে মগরাহাট যাওয়ার জন্য রওনা দেয়। পথে মহেন্দ্র মোড়ে গাড়ীতে তেল ভরার জন্য দাঁড়ালে আচমকা বাইক নিয়ে দুজন যুবক এসে সিভিক ভলেন্টিয়ার পরিচয় দিয়ে ব্যাপক মারধোর করে এবং ঐ ব্যবসায়ীর কাছে থাকা নগদ দশ হাজার টাকা কেড়ে নিয়ে স্থানীয় হেড়োভাঙ্গা পুলিশ ক্যাম্পে নিয়ে গিয়ে গরুচোর আখ্যা দিয়ে পুলিশের হাতে তুলে দিতে চাইলে হেড়োভাঙ্গা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এএসআই মনোজ মন্ডল ছিনতাইবাজ দুজন ফারাক মন্ডল ও মিজানুর রহমান মোল্ল্যার পরিচয় জানতে চাইলে তারা সিভিক ভলেন্টিয়ার বলে পরিচয় দেয়। এরপর ছিনতাইবাজ দুজন ব্যবসায়ী মোরসেলিম গাজী সহ তিনজনকে বাইক এ চাপিয়ে নিয়ে ক্যানিং থানার পুলিশের হাতে তুলে দিয়ে পালিয়ে যায়। ক্যানিং থানার পুলিশ তদন্ত করে কোনরুপ কিছু প্রমাণ না পেয়ে অবশেষে বৃহষ্পতিবার দুপুরে মোরসেলিম সহ তিনজন কে ছেড়ে দেয়।মোরসেলিম গাজী অভিযোগ করে বলেন “ এর আগেও এলাকায় ঐ যুব তৃণমূল কর্মীর একাধিকবার চুরি ছিনতাই করেছে।
ব্যবসায়ী মোরসেলিম গাজী অভিযুক্ত ফারাক মন্ডল ও মিজানুর রহমান মোল্ল্যার কঠোর শাস্তি চেয়ে এবং ছিনতাই হওয়া টাকা যাতে উদ্ধার হয় সেই মর্মে ক্যানিং থানায় শুক্রবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্যানিং থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।