শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জীবনতলায় জলে ডুবে মৃত্যু দিদি ও ভাইয়ের,মৃত শিশুদের প্রান বাঁচাতে গুনীনের দ্বারস্থ পরিবার

News Sundarban.com :
জুন ২৪, ২০১৮
news-image

জলে ডুবে মৃত্যু হল দিদি ও ভাইয়ের।  ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে জীবনতলা থানার মঠেরদিঘী গ্রামে।দেহে প্রান ফেরাতে দুই শিশু কে নিয়ে ওঝার দারস্থ হলেন পরিবারের সদস্যরাI মৃত দুই শিশুর প্রাণ ফেরাতে বিভিন্ন প্রকার তুকতাক ও ঝাড়ফুঁক ও চলে দীর্ঘক্ষণ । জলে ডুবে মৃত দুই শিশু নমিতা গায়েন(৬) ও পুষ্পেন্দু গায়েন (৪) এর প্রাণ ফেরাতে জল পেটানো থেকে শুরু করে নূনপোড়াও চলে। তা স্বত্ত্বেও শিশু দুটির দেহে প্রাণ ফিরলো নাI
রবিবার সকালে খেলতে খেলতে সম্পর্কে  দুই ভাই বোন গণেশ গায়েনের মেয়ে নমিতা গায়েন এবং গণেশ গায়েনের ভাই কার্তিক গায়েনের ছেলে পুষ্পেন্দু গায়েন খেলা করতে গিয়ে পুকুরে পড়ে তলিয়ে যায় পুষ্পেন্দু। ভাইকে পুকুরে পড়ে ডুবে যেতে দেখে দিদি নমিতা ভাই কে জল থেকে তুলতে গেল সে ও ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজনI অবশেষে বাড়ির কাছেই একটি পুকুরে দুজনের দেহ ভাসতে দেখেন। মুহুর্তে জল থেকে তুলে স্থানীয় মঠেরদিঘী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।
হাসপাতালের চিকিৎসকদের কথায় ভরসা না করে ওই দুই শিশুকে নিয়ে পরিবারের লোকজন স্থানীয় এক গুনীনের দারস্থ হনI গুনিন এলে চলে বিভিন্ন ধরনের তুকতাকI জল রাক্ষসের কাছ থেকে ওই দুই শিশুর প্রান ফিরিয়ে আনতে চলে বিভিন্ন মন্ত্র তন্ত্রI কিন্তু দীর্ঘক্ষণ এসব করে ও লাভ না হওয়ায় শেষ পর্যন্ত শিশু দুটির সৎকারের সিদ্ধান্ত নেয় পরিবারের সদস্যরাI তবে এলাকার কিছু কিছু মানুষের দাবি ঐ গুনিন এর আগে অনেকের প্রান এইভাবেই বাঁচিয়েছেনI তবে এদিন শিশু দুটিকে জল থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলেই তাদের আর বাঁচানো সম্ভব হয় নি বলে দাবি তাদেরI
দুটি শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তবে আজও যে অজপাড়া গাঁয়ে গুণীনের দাপট কমেনি জীবনতলা থানার মঠেরদিঘী গ্রাম তার জলন্ত প্রমান।