বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চিন সফর বাতিল মুখ্যমন্ত্রীর

News Sundarban.com :
জুন ২২, ২০১৮
news-image

চিন সফর বাতিল মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের অনুরোধে চিন সফরে রাজি হন মমতা ৷ চিনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে রাজনৈতিক বৈঠকের জন্য যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠক ঘিরে সংশয় তৈরি হয় ৷ বৈঠক নিয়ে কোনও স্পষ্ট তথ্য আসেনি ৷ তাই চিন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী ৷ আজ রাতেই চিন যাওয়ার কথা ছিল মমতার ৷ পাঁচ দিনের সফরে চিনে যাওয়ার কথা চিল মমতার। সঙ্গে যাওয়ার কথা ছিল অর্থমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব মলয় দে এবং রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থের। কয়েকজন শিল্পপতিকেও সঙ্গে নিয়ে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে। শুক্রবার রাতেই তাঁর চিনে উড়ে যাওয়ার কথা ছিল। তার আগে দুপুরেই সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফর বাতিল করা হচ্ছে।