শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় ব্যবসাদার ভারতবর্ষে আর নাই : মুকুল রায়

News Sundarban.com :
জুন ২০, ২০১৮
news-image

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং সেই ছবির খদ্দের, তাঁর পরিবারের সম্পত্তির হিসেব, বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে আগেই মুখ খুলেছিল এই বিজেপি নেতা৷ লোকসভা ভোটের রাজ্যে মুখ্যমন্ত্রীকে লাগাতার বাক্যবাণে বিদ্ধ করতে এবার তাঁর খাদ্যসাথী প্রকল্পকে লক্ষ্যবস্তু করছে মুকুল রায়৷ কিছুদিন আগে একটি জনসভায় মুকুল বলেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বড় ব্যবসাদার৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় ব্যবসাদার ভারতবর্ষে আর নাই, মানুষকে তা বোঝাবেন মুকুল রায়৷ তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে আসার পর পর্যায়ক্রমে বোমা ফাটাচ্ছেন মুকুল৷ শুরু করেছিলেন বিশ্ববাংলা বিতর্ক দিয়ে৷
তিনি এও বলেন, খাদ্যসাথীতে ২ টাকা কেজি দরে চাল দিচ্ছেন৷ বাংলার বুঁকে দাঁড়িয়ে মমতা ৬ কোটি মানুষকে ২ টাকা কেজি দরে চাল খাওয়াচ্ছেন, বিশাল বড় ব্যাপার৷ তবে বিষয়টা কী, তা জনতাকে খুলে বলতে চান মুকুল৷ আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারের মঞ্চেই খাদ্যসাথীর পর্দাফাঁস করতে চান মুকুল৷ বিজেপি সূত্রে খবর, মুকুল জনতাকে স্পষ্ট করতে চান৷ কেন্দ্রীয় সরকার ৩২ টাকা কেজি দরে চাল ঘরে ঘরে পৌঁছে দিতে চায়৷ ৩০ টাকা ভরতুকি দেওয়া হয় এই প্রকল্পে৷ এক টাকা দেয় রাজ্য সরকার৷ মুকুলের মতে মমতা বন্দ্যোপাধ্যায় এক টাকা বিনিয়োগ করে ২ টাকা তুলছে বাংলার জনগণের থেকে৷ তার থেকে বড় ব্যাবসাদার আর কোথায়?