শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নারদকাণ্ডের তদন্তের অগ্রগতিতে ক্ষোভ আস্থানার

News Sundarban.com :
জুন ২০, ২০১৮
news-image

গতকালই জানা গিয়েছিল সিবিআইয়ের বিশেষ অধিকর্তা রাকেশ আস্থানা বুধবার সারদা, নারদ, রোজভ্যালি কাণ্ডের তদন্তকারী আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন৷ বলা হয়েছিল এই আলোচনা চলবে নিজাম প্যালেসে৷ সেই মতোই বুধবার সকাল থেকেই নিজাম প্যালেসে সারদা, নারদ, রোজভ্যালি কাণ্ডের তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বৈঠকে সিবিআই কর্তা।চার ঘন্টা ধরে বৈঠক চলে৷ উপস্থিত ছিলেন ১৫ জন তদন্তকারী অফিসার সহ মোট ৩০ জন আধিকারিক৷ সারদা,রোজভ্যালি-সহ একাধিক চিটফান্ড মামলায় কতদূর এগিয়েছে তদন্ত। কী কী তথ্য মিলেছে, এককথায় তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সবিস্তার খতিয়ান নেবেন রাকেশ আস্থানা। নিজাম প্যালেসে পৃথক পৃথক বৈঠকে আলোচিত হবে পৃথক পৃথক মামলার তদন্তের গতি প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। চিটফান্ড মামলার সঙ্গে সঙ্গে আলোচনা হবে নারদ তদন্ত নিয়েও। এমনকি সারদা কান্ডে রাজ্য সরকারের পক্ষ থেকে যে সিট গঠন করা হয়েছিল, তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি৷ এই কাণ্ডে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে এদিন ইঙ্গিত দিয়েছেন বৈঠকে উপস্থিত আধিকারিকরা৷এর পর কী পদক্ষেপ নেওয়া হতে পারে সেবিষয়েও নির্দেশ দেবেন রাকেশ আস্থানা।