শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাড়ছে বেসরকারি স্কুলে গরমের ছুটি

News Sundarban.com :
জুন ১৯, ২০১৮
news-image

গরমের দাপটে ঘরবন্দি মানুষ। তাপমাত্রার পারদ ক্রমশ উর্দ্ধমুখি ৷ প্রচণ্ড দাবদাহে নাজেহাল দশা স্কুল পড়ুয়াদের । গরমের ছুটি শেষ হয়ে বেশিরভাগ স্কুল সোমবার খুলেছে। এতো গরমে স্কুলে পাঠাতে চাইছিলেন না অনেক অভিভাবক। রাজ্য সরকারের তরফে কালই জানানো হয়েছিল আগামী ৩০ জুন পর্যন্ত সমস্ত সরকারি স্কুলে পঠনপাঠন বন্ধ রাখা হবে । সেই সঙ্গেই বেসরকারি স্কুলগুলোকেও অনুরোধ করা হয়েছিল স্কুলের পঠনপাঠন বন্ধ রাখার জন্য । কিছু বেসরকারি স্কুল নির্দেশ মানলেও অধিকাংশ স্কুলই পঠনপাঠন বন্ধ রাখার অনুরোধ মানেনি । তাই এবার সরকারেরের তরফে চিঠি পাঠিান হল আইসিএসই ও সিবিএসই বোর্ডে । স্কুলের সিদ্ধান্তে বোর্ডের হস্তক্ষেপ দাবি করা হয়েছে । পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা সচিব মণীশ জৈন-এর পাঠানো চিঠিতে লেখা রয়েছে, প্রচণ্ড দাবদাহ ও গরমের কারণে যেন আগামী ২০-৩০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি, সরকার স্পনসর্ড ও বেসরকারি স্কুলে পঠনপাঠন বন্ধ রাখা হয় । তবে স্কুলের প্রয়োজনে শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে যেতে হবে এর আগে পাঠভবন, ডন বস্কো, দিল্লি পাবলিক স্কুলের মতো কিছু স্কুল সরকারের অনুরোধ মেনে ২০-২২ স্কুলে ছুটি ঘোষণা করেছিল ।