শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আষাঢ়ের দাবদাহে বাড়ল সরকারি স্কুলে গরমের ছুটি

News Sundarban.com :
জুন ১৮, ২০১৮
news-image

গরমের কলকাতায় এখন সর্বত্র হাহাকার । আষাঢ়ের দাবদাহ থেকে মুক্তি কবে? হাওয়া অফিসের পূর্বাভাসের দিকে তাকিয়ে শহরবাসী।সোমবারে কলকাতার ব্যস্ত ছবি উধাও। সপ্তাহের প্রথম দিন সকাল নটার ময়দান ফাঁকা। গরমের দাপটে ঘরবন্দি মানুষ। তাপমাত্রার পারদ ক্রমশ উর্দ্ধমুখি ৷ কলকাতায় আজ উষ্ণতম দিন ৷ এদিন তাপমাত্রা ছুঁল ৪১ ডিগ্রি ৷ বৃষ্টির সম্ভাবনা তো দূরের কথা ৷ বরং আগামী দু’দিন চলবে তাপপ্রবাহ ৷ কচিকাচাদের হাল আরও খারাপ। গরমের ছুটি শেষ হয়ে বেশিরভাগ স্কুল সোমবার খুলেছে। এতো গরমে স্কুলে পাঠাতে চাইছিলেন না অনেক অভিভাবক। কিন্তু প্রথমদিনই কামাই? অগত্যা ঘেমেনেয়ে স্কুল করছে ছাত্রছাত্রীরা।প্রচন্ড গরমের জেরে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের ৷ ২০ জুন থেকে গরমের ছুটি বেড়ে হল ৩০ জুন ৷ সমস্ত সরকারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে ৷ বেসরকারি স্কুলে ছুটি ঘোষণার আবেদন জানানো হয়েছে সরকারের তরফে ৷