শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

এখনই মুক্তি নেই গরম থেকে

News Sundarban.com :
জুন ১৭, ২০১৮
news-image

এখনই মুক্তি নেই গরম থেকে ৷ নাজেহাল দশা চলবে আরও কয়েকদিন ৷ প্রথা ভেঙে উত্তরবঙ্গের আগেই দক্ষিণবঙ্গে ঢুকেছিল বর্ষা ৷ কিন্তু দু’দিনের কয়েক পশলা বৃষ্টির পর ফের রোদের তেজে পুড়ছে দক্ষিণবঙ্গ ৷ কলকাতাসহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ৷ দক্ষিণবঙ্গের এই জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ৷রোদের তোজে নাজেহাল আমজনতা ৷ বর্ষার মধ্যেই তাপমাত্রার পারদ চরল ৪০ ডিগ্রি সেলসিয়াসে ৷ তবে, এর মধ্যেই কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর ৷ বরং কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও দু’দিন চলবে তাপপ্রবাহ ৷
গতকাল কলকাতায় তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৪০ ডিগ্রিতে ৷ শনিবারও ৪০ ডিগ্রির আশেপাশের ঘোরাফেরা করছে তাপমাত্রার পারদ ৷ জেলার ছবিটাও কিছুটা এমনই ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী বায়ু দুর্বল হওয়ায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় তাপপ্রবাহ চলবে ৷ পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কয়েকধাপ উপরে ৷ তাপপ্রবাহের সতর্কতা দুই চব্বিশ পরগনাতেও ৷ আপাতত আগামী তিন চার দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই ৷ শুকনো হাওয়ার দাপট আরও বাড়বে ৷ জলীয়বাষ্প কম থাকায় বাড়ছে গরমের তীব্রতা ৷ এমনটাই মত হাওয়া অফিসের ৷ আগামী ৩ থেকে ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে ৷ কয়েকটি জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হতে পারে ছিটেফোঁটা বৃষ্টি ৷ তবে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে চলবে বৃষ্টিপাত ৷ উত্তরবঙ্গের ৫ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বৃষ্টি হতে পারে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পঙেও ৷