শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রশ্ন বিভ্রাটের জেরে বাতিল হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার পরীক্ষা

News Sundarban.com :
জুন ১৫, ২০১৮
news-image

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার পরীক্ষায় বিভ্রাট। প্রশ্ন বিভ্রাটের জেরে বাতিল হল কলেজ স্ট্রিট ক্যাম্পাসে বিএ পার্ট টু-র সাংবাদিকতার পরীক্ষা ৷দ্বিতীয় পত্রের পরীক্ষায় বিলি করা হল তৃতীয় পত্রের প্রশ্ন। আর তার জেরে স্থগিত হয়ে গেল জার্নালিজম ও মাস কমিউনিকেশনের স্নাতক স্তরের পার্টটুর পরীক্ষা।বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা ১৬৫টি কলেজে পরীক্ষা শুরু হয়। কিন্তু প্রশ্নপত্র হাতে পেতেই ছাত্রছাত্রীরা বোঝেন কিছু একটা গন্ডোগোল রয়েছে। কারণ দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র হওয়ার কথা ১০০ নম্বরের। সেখানে বিলি হওয়া প্রশ্নপত্রে ফুল মার্কস হিসেবে রয়েছে ৫০। তারপরেই ধরা পড়ে বিলি হওয়া প্রশ্নপত্রগুলি আসলে তৃতীয় পত্রের।পরীক্ষা শুরু হওয়ার পরই প্রশ্নপত্র দেখে ঘাবড়ে যান পড়ুয়ারা ৷ এরপরই চাঞ্চল্য ছড়ায় পরীক্ষাকেন্দ্রে ৷ প্রশ্ন বিভ্রাটের খবর পেয়ে পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক ৷ তবে, এই বিষয়টি নিয়ে এখনও অবধি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ মুখে কুলুপ এঁটেছে বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিভাগও ৷ যার জেরে কবে হবে পরীক্ষা ? তা নিয়ে আপাতত অন্ধকারে পরীক্ষার্থীরা ৷