শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আঁধার নামল কলকাতায়, বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি

News Sundarban.com :
জুন ১২, ২০১৮
news-image

দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে গতকালই। এদিন সকাল থেকে গুমোট গরম ছিল। দুপুরে অন্ধকারে ঢাকল কলকাতার আকাশ।
শুরু হয় প্রবল বৃষ্টি। সঙ্গে ঘন ঘন বজ্রপাত। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তুমুল বৃষ্টি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। নদিয়া-পূর্ব বর্ধমান-পুরুলিয়ায় বৃষ্টি সতর্কতা।বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামেও বৃষ্টি। বাঁকুড়ায় ওন্দায় বজ্রপাতে মৃত্যু হল এক ফেরিওয়ালার কলকাতার ডাফরিন রোডে গাছ পড়ে বিপত্তি।ব্যাহত যান চলাচল।বৃষ্টির জেরে শহরে যান চলাচলে বিঘ্ন।পার্ক সার্কাস, ইএম বাইপাসে যানজট।বেশ কয়েকটি জায়গা জলমগ্ন।
শুধু দক্ষিণবঙ্গই নয়, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। সিকিম, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারের মত জায়গাগুলিতে প্রবল বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বাদ যাবে না মালদহ ও দুই দিনাজপুরও।হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। ক্রমশ উত্তর ও পশ্চিম দিকে এগোচ্ছে সেই নিম্নচাপের অক্ষরেখা। আর তার জেরেই আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।