বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রেল পুলিশের মানবিক মুখ

News Sundarban.com :
জুন ১১, ২০১৮
news-image

পুশিল কে অনেকেই ঘৃণার চোখে দেখে থাকেন। পুলিশ নামটি শুনলে অনেকেই আবার বিরক্তি প্রকাশ করেন। পুলিশ কোন ভুল সিদ্ধান্ত নিলে কিংবা খারাপ কাজ করলে তার মাশুল হিসাবে সংবাদ মাধ্যম কিংবা সাধারণ মানুষ ব্যাপক সমালোচনা করতে পিছপা হন না।সেই পুলিশ যখন মানবিক মুখ নিয়ে সমাজের যে কোন স্তরে ভালো কাজ করেন সেদিকে আবার পুলিশের কর্তব্য বলে অবহেলা করে এড়িয়ে যান প্রায় সর্বস্তরের মানুষজনই এবং ভালো কাজ করার জন্য নানান ধরনের সমস্যাও পোহাতে হয় পুলিশদের কে।ঘটনাস্থল রেলওয়ে ষ্টেশন। শনিবার সকাল সাড়ে এগারোটা এক অঞ্জাত পরিচয়ের যুবক ক্ষতবিক্ষত অবস্থায় দীর্ঘক্ষণ ষ্টেশনে অচৈতন্য অবস্থা পড়ে থাকলেও জনবহুল ষ্টেশনের যাত্রীরা কেউ কোন পরোয়া না উঁকি দিয়ে যে যার গন্তব্যে চলে যায়।ঘটনাটি ষ্টেশনে কর্তব্যরত অারপিএফ এর নজরে আসলে তৎক্ষণাৎ অঞ্জাত পরিচয় যুবককে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।তার মুখে আঘাত লাগায় কথা না বলতে পারার জন্য তার কোন পরিচয় পাওয়া যায়নি।তবে রেলপুলিশের এমন মানবিক কাজ দেখে অনেকে সাধুবাদ জানিয়েছেন।
আরপিএফ এ কর্মরত এসআই বিজয় কুমার জানান “সম্ভবত ঐ যুবক ভবঘুরে। ওর পরিচয় জানার জন্য চেষ্টা করা হচ্ছে সেই সাথে ষ্টেশনে কিভাবে এল সে বিষয়ে ও তদন্ত করে দেখা হচ্ছে।”