বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কৃতীদের প্রত্যেককে ১০ হাজার টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে:মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
জুন ১১, ২০১৮
news-image

নেতাজি ইন্ডোরে এবছরেও কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মেধাতালিকায় স্থান পাওয়া সমস্ত পড়ুয়ার সঙ্গে দেখা করেন তিনি । মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইসিএসই ও সিবিএসই কৃতীদের প্রত্যেককে ১০ হাজার টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে, সোমবার নেতাজি ইনডোরে কৃতী পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই অনুষ্ঠানে মোট ২৪৮ জন কৃতীকে সংবর্ধনা দিল রাজ্য৷ এদিন সংবর্ধনায় উপস্থিত ছিলেন জয়েন্টের কৃতী ছাত্রছাত্রীরাও ৷ এই অনুষ্ঠানেই বক্তৃতা রাখতে গিয়ে পড়ুয়াদের ১০ হাজার টাকার অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ কলা বিভাগ থেকে প্রথম হওয়া গ্রন্থনকে বিশেষ অভিনন্দন জানান তিনি ৷ পাশাপাশি তরুণ ক্রিকেটারের মৃত্যুতে শোক জ্ঞাপন করেন ৷ মেডিক্যালে আসন সংখ্যা আরও বাড়ানোর কথাও বলেন মমতা ৷
মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমাদের সরকার গরীব সরকার৷ আন্তরিকতা দিয়ে আমরা সামান্য কিছু দিচ্ছি৷ ১০ হাজার টাকা করে আমরা প্রত্যেক কৃতী ছাত্র-ছাত্রীদের দিলাম৷’’ এরপর প্রত্যেকেই আরও বড় হবেন৷ প্রচুর টাকাও রোজগার করবেন৷ কিন্তু এই ১০ হাজার টাকা তাঁদের প্রথম ভবিষ্যেতর ‘আমানত। যা তাঁদের একেবারে নিজস্ব৷
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইসিএসই, আইএসসি, সিবিএসই-র কৃতীদের এদিন সংবর্ধনা দেওয়া হয়৷ উপহার তালিকায় ছিল একটি ল্যাপটপ, মুখ্যমন্ত্রীর লেখা বইয়ের প্রায় সবক’টি, মেয়েদের জন্য টাইটানের ঘড়ি, ছেলেদের জন্য ফাসট্র্যাকের ঘড়ি, চকোলেট, মিষ্টি, ব্যাগ৷ আর অবশ্যই শংসাপত্র৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে কৃতীদের যে ছবি তোলা হয়েছে, তাও প্রত্যেক পড়ুয়ার বাড়িতে পৌঁছে যাবে৷ তাঁর রাজ্যের পড়ুয়াদের এই মেধায় উচ্ছ্বসিত মমতা৷ নিজেই প্রত্যেক বোর্ডের মেধা তালিকায় থাকা পড়ুয়াদের নাম পড়ে শুনিয়েছেন৷ পাশাপাশি মমতা বলেন, দিনের বদলের সঙ্গে সঙ্গে পড়াশোনার ধরনও বদলেছে ৷ সুযোগ বেড়েছে ঠিকই ৷ সঙ্গে এখন প্রতিযোগিতাও বেড়েছে ৷ অন্য বোর্ডের সঙ্গে পশ্চিমবঙ্গ বোর্ডের তুলনা টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পড়ুয়ারা যাতে ভাল নম্বর পায় দেখতে হবে ৷ অন্য বোর্ডের সঙ্গে যেন পাল্লা দিতে পারে তা দেখতে হবে ৷ কেন অন্য বোর্ডের থেকে পিছিয়ে থাকবে ?’’ শিক্ষামন্ত্রীর সঙ্গে এবিষয়ে আলোচনা হয়েছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ৷