শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

হাসপাতালে হবে ২৭ হাজার নতুন শয্যা: মমতা বন্দ্যোপাধ্যায়

News Sundarban.com :
জুন ৫, ২০১৮
news-image

স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে নয়া উদ্যোগ নিল রাজ্যে সরকা্র । বেশি সংখ্যক মানুষকে সরকারি পরিষেবার আওতায় আনতে ২৭ হাজার নতুন শয্যার ব্যবস্থা করা হচ্ছে। নবান্নে স্বাস্থ্য বৈঠক শেষে এমন কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন বৈঠক শেষে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূলের আমলে রাজ্যে অপুষ্টি, অন্যান্য রোগ কমেছে ৷ কমেছে সদ্যোজাতদের মৃত্যুর হারও ৷ আজকাল বিনা পয়সায় অনেক চিকিৎসা দেওয়া হচ্ছে ৷ তবে সবাই এখনও সেই সুবিধার আওতায় আসতে পারেননি বলেও আক্ষেপ করেন মুখ্যমন্ত্রী ৷ বারবার হাসপাতালে হামলা নিয়েও উদ্বিগ্ন দেখা যায় তাঁকে ৷ তিনি বলেন, ‘‘হাসপাতালে হামলা করবেন না, এতে অনেক গুরুত্বপূর্ণ সম্পদের ক্ষতি হয় ৷এর পাশাপাশি রাজ্যে চিকিৎসার হাল নিয়ে সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠক শেষে চিকিৎসক, নার্স ও সেবাকর্মীদের কাজের প্রশংসা করেন ৷
অন্যদিকে মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের ৷ এদিন স্বাস্থ্য বৈঠকে কেন্দ্রের বিভিন্ন ভুল পদক্ষেপের বিরোধীতা করতেও ভোলেননি ৷ মোদি সরকারের জামানায় দাম বেড়েছে জীবনদায়ী ওষুধের ৷ ফলে বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধও পাওয়া যাচ্ছে না ৷ ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন-বিভ্রাট নিয়েও প্রধানমন্ত্রীকে তোপ দাগেন তিনি ৷