আগামী বছর থেকে সিবিএসই পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন হতে চলেছে

আগামী বছর থেকে সিবিএসই পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন হতে চলেছে । প্রশ্ন ফাঁস বিতর্কের জেরে আরও জোরদার করা হচ্ছে প্রশ্নপত্র তৈরির পদ্ধতি। গোপনীয়তা বজায় রাখতে নেওয়া হবে আধুনিক ও নিরাপত্তাযুক্ত তথ্যপ্রযুক্তির সহায়তা।একইসঙ্গে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে বদলাচ্ছে বিভাগ অনুযায়ী প্রশ্নপত্র তৈরির পদ্ধতিও। একই যে বিষয়গুলির একাধিক ভাগ রয়েছে, তার জন্য আলাদা প্রশ্নপত্রের আলাদা সেট তৈরি হবে। অর্থাত, বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীর অঙ্ক প্রশ্নপত্র, বাণিজ্য বিভাগের পরীক্ষার্থীর অঙ্ক প্রশ্নের থেকে আলাদা হবে।সোমবার কলকাতায় মার্চেন্ট অফ চেম্বার্স অফ কর্মাস-এ একটি আলোচনা এসে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা সচিব অনিল স্বরূপ।
তিনি বলেন, ‘আগামী বছর থেকে নয়া পদ্ধতিতে তৈরি হবে সিবিএসই পরীক্ষার প্রশ্নপত্র। প্রশ্ন ফাঁসের আশঙ্কা এড়াতে সিডিতে প্রশ্নপত্র পাঠানো হবে স্কুলগুলিকে। দেওয়া হবে বিশেষ পাস ওয়ার্ডও। পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগে পাসওয়ার্ড ব্য়বহার করে সেই প্রশ্নপত্রের প্রিন্ট আউট বার পরীক্ষার্থীদের দেবে স্কুল।’