বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সিঙ্গাপুর অর্কিড গার্ডেনে দেখা মিলবে মোদি নামের অর্কিডের

News Sundarban.com :
জুন ৩, ২০১৮
news-image

সিঙ্গাপুর অর্কিড গার্ডেনে দেখা মিলবে মোদি নামের অর্কিডের। মোদিকে সম্মান জানানো জন্য দক্ষিণ এশিয়ার এই দেশ নরেন্দ্র মোদির নামে এই বিশেষ ধরণের অর্কিডের নামকরণ করে ৷ লালচে বাদামি রঙের এই বিশেষ প্রজাতির অর্কিডের নাম দেওয়া হয়েছে ডেনড্রোবিয়াম নরেন্দ্র মোদি৷তিন দিনের সফরে সিঙ্গাপুরে রয়েছেন নরেন্দ্র মোদি৷ সিঙ্গাপুরের এই সম্মানে তিনি বিশেষভাবে সম্মানিত বলেই মত প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী৷ এরআগেও তাঁর নামে ফুলের নামকরণ হয়েছে৷ ইসরায়েলে মোদির প্রথম সফরকে স্মরণীয় করে রাখতে, ড্যানজিগর ফ্লাওয়ার ফার্মের এক বিশেষ ধরণের ক্রিসেনথিমামের নাম দেওয়া হয় মোদি৷ এছাড়া সিকিমে এক ধরণের অর্কিডের নাম দেওয়া হয়েছে সিমবিডিয়াম নমো৷তবে শুধু নরেন্দ্র মোদিই নন৷ এই সম্মান পেয়েছেন এদেশের অনেকেই৷ রাষ্ট্রপতি ভবনের মুঘোল গার্ডেনে প্রণব মুখার্জির স্ত্রীর শুভ্রা মুখার্জির নামে রয়েছে একধরণের গোলাপ৷ একইভাবে মাদার টেরেসা, জওহারলাল নেহরুর নামেও নামকরণ হয়েছে গোলাপের৷