শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষক নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হল

News Sundarban.com :
জুন ৩, ২০১৮
news-image

সিবিএসই বোর্ড জানালো সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের শিক্ষক নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল, কিন্তু বিস্তারিত তথ্যে জানার জন্য পরিক্ষাথীদের অপেক্ষা করতে হবে ১২ জুন পর্যন্ত। আবেদনের প্রক্রিয়াটি শুরু হবে ২২ জুন থেকে৷ প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন৷ সরকারি নোটিশে জানানো হবে পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য৷ যার মধ্যে থাকবে সিলেবাস, যোগ্যতা, আবেদনের ফী, শহরের নাম এবং গুরুত্বপূর্ণ তারিখসমূহ ইত্যাদি বিষয়গুলি৷ মূলত, আবেদনের শেষ দিন ধার্য করা হয়েছে ১৯ জুলাই, ২০১৮৷ তবে, আবেদনকারীরা ফী জমা দিতে পারবেন ২১ জুলাই দুপুর ৩.৩০ মিনিট পর্যন্ত৷ তবে, শুধুমাত্র টিচার্স এলিজিবিলিটি টেস্টে (TET) উত্তীর্ণ প্রার্থীদেরকেই আবেদনযোগ্য বলে গণ্য করা হবে৷ ভারত সরকার সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের (CTET) দায়িত্ব দিয়েছেন সিবিএসই বোর্ডের উপর৷ পরীক্ষাটি হতে চলেছে অফলাইনে৷ যেখানে থাকবে দুটি পেপার৷ প্রথম পত্রটি প্রথম থেকে পঞ্চম শ্রেণী এবং দ্বিতীয় পত্রটি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য থাকছে৷ প্রশ্নগুলি থাকবে MCQ ধরণের৷ যার সঠিক উত্তরে প্রার্থী পাবেন এক নম্বর৷ ভুল উত্তরের জন্য কোন নেগেটিভ মার্কিং থাকছে না৷