শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ আবার ফের পেট্রোপণ্যের দাম কমল

News Sundarban.com :
জুন ২, ২০১৮
news-image

বিগত ৪ দিন ধরে পেট্রোপণ্যের মূল্য সামান্যতম হ্রাসের ফলে কিছুটা হলেও নিশ্চিন্তে সাধারণ মানুষ ৷ তবে এরই মাঝে নতুন ঝটকা আপাতত সামল দিতে হবে আম আদমি-কে ৷ রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে নতুন করে মাথায় হাত পড়ল মধ্যবিত্তের মাথায় ৷ স্বাভাবিক ভাবেই ফের লেগেছে মধ্যবিত্তের হেঁশেলে লেগেছে আগুন ৷ টান পড়ল খেটে খাওয়া মানুষের পকেটে ৷
আজ আবার পেট্রোপণ্যের দাম কমল ৷ আজ লিটার প্রতি পেট্রোলের দাম ৮ পয়সা, ডিজেলের দাম ৯ পয়সা কমল ৷ গতকাল কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ছিল ৮০.৯২ টাকা, লিটার প্রতি ৮ পয়সা দাম কমায় আজ লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়াল ৮০.৮৪ টাকা ৷ লিটার প্রতি ডিজেলের দাম গতকাল ছিল ৭১.৬৬ টাকা, ৯ পয়সা কমায় আজ কলকাতায় ডিজেলের লিটার প্রতি দাম ৭১.৬৬ টাকা হয়েছে ৷
কর্ণাটক নির্বাচনের লাগাতার ২ সপ্তাহেরও বেশি সময় ধরে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে এক জাঁতাকলের মধ্যে ফেলে দিয়েছে ৷ ফলত দিশেহারা সাধারণ মানুষের কাছে হয়ত কিছুটা হলেও স্বস্তির বার্তা নিয়ে আসবে ৷